। ।প্রতিদিন বিভাগে।।
।। জুন সংখ্যা।।
।। কবিতায় বর্তমান সময়-৩।।
জুন মাস ছুঁয়ে আছে
অমিত কাশ্যপ
কেরল থেকে মৌসুমী বায়ুর খবর ভাইরাল হল
তুমি জুন মাস ভাবলে, বিকেল ভাবলে
ছাদে ছাদে বিকেল গড়িয়ে গেল নির্বিকারভাবে
গেল গেল করতে করতে জলকষ্ট হল, দাবদাহ হল
ভাবনার সুতো ছাড়তে ছাড়তে রবীন্দ্রসদন, ধর্মতলা
গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে চৈতন্যপুর
এখনো স্রোতের মধ্যে বিকেল ছুঁয়ে, হাতের মধ্যে জ্যৈষ্ঠ
কলকল করে বয়স্করা কথা বলছেন ভাবগম্ভীর
ভয়ংকর তাপপ্রবাহ, আর জলস্তর নেমে যাওয়া
সমস্ত কাহিনির পেছনে বর্ষাকালের শুভসূচনা
আবহওয়া পালটে তুমি একটা বর্ষার গান গাও
'আজি ঝরঝর মুখর বাদল দিনে'

কবিতাটি সুন্দর। "আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে। " - র অপেক্ষায় আমরা।
উত্তরমুছুনকবিতাটি ভালো লাগলো
উত্তরমুছুন