শুক্রবার, ৩০ জুন, ২০২৩

অঙ্কুরীশা-র পাতায় আজ থেকে প্রকাশিত... ।। প্রতিদিন বিভাগে।। ৷। জুলাই সংখ্যা।। রম্য কবিতা -১ পাড়ার কুশীলব —রবীন বসু।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।। ।

 








   ।। প্রতিদিন বিভাগে।। 

    ৷। জুলাই সংখ্যা।। 


রম্য কবিতা -১


পাড়ার কুশীলব

রবীন বসু


রাম বাবু আম খান ভালবাসেন       বেড়াতে

শ্যাম বাবু জাম খান, বসে পড়েন     মেঝেতে।

যদু বসু জিমে যান প্রতিদিন তো      সকালে

মধু বসু ঘুরেফিরে কুলপি খান         বিকালে।

হরিমুদি ডিম বেচে আরও কত        কিছু কী

যাহা চায় তাহা দেয়, আখের গুড়     মুড়কি।

সত্য সাঁই পাই পাই বুঝেও নেন        পাওনা 

শিবদাস বলে ভাই পরান খুলে         গাওনা!

রোগাপিসি বুলামাসি সবাইয়ের যে    বায়না 

কিনব না কিনব না কোনো জিনিস   চায়না।

বিশু ঘোষ করে রোষ মাথা গরম      হলে

তমোনাশ সর্বনাশ পাড়ার লোকে      বলে।

সবশেষে বলা ভালো আমার এই     পাড়াতে 

আছে বহু কুশীলব, কলকাঠিটা      নাড়াতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন