মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় -২২ ।। সামনে পঞ্চায়েত ভোট — অশোক ব্যানার্জী।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




কবিতায় বর্তমান সময় -২২



সামনে পঞ্চায়েত ভোট

অশোক ব্যানার্জী


কোমর বেঁধেছে দলগুলি সব

এগিয়ে আসছে ভোট

কেউ কেউ বা জোট বেঁধেছে

কেউ বাধাচ্ছে ঘোট ।

পঞ্চায়েতে ঝামেলা বেশ

নমিনেশন দিতেই

নাজেহাল হতে হচ্ছে

প্রাণ গিয়েছে তাতেই !

চলল গুলি, বোমাবাজি

মুড়ি মুড়কির মত,

এ দল বলে, আমরা তো নই

নষ্টের গোড়া যত

অন্য দলের লোকজনেরা,

ভোট করতে বানচাল

চাইছে তারা, দিচ্ছে তাই

অরাজকতার চাল !

অন্য দলও কম যায় না

বলছে তারা হেঁকে,

কেন্দ্রীয় ফোর্স এসে গেছে

এবার নেব দেখে ।

মাতব্বরি চলবে না আর

ঘোরাচ্ছ যে ছড়ি,

বেচাল দেখলে ছড়ি কেড়ে

মারবো লাঠির বাড়ি ।

দুই দলেতে তড়জা তুঙ্গে

কটমটিয়ে চায় !

দেখিনা এবার গ্রাম বাংলা

কার দখলে যায় ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন