রবিবার, ১৮ জুন, ২০২৩

কবিতায় বর্তমান সময় -১৩ ।। বর্তমান সময় — অশোক ব্যানার্জী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





কবিতায় বর্তমান সময় -১৩



বর্তমান সময়

অশোক ব্যানার্জী


ঝাড়ে মূলে শেষ হয়ে যাচ্ছে আজ

বাংলার সভ্যতা, সংস্কৃতি

যা ছিল একদিন বাঙালির গর্ব  !

ভ্রাতৃত্ব বোধ, সহাবস্থান, প্রেম প্রীতি

আজ ভূলুন্ঠিত, নির্লজ্জ হিংসার

বহির্প্রকাশে লাঞ্ছিত !

অমার্জিত, কলুষিত বৈভব যেন আজ

একদল স্বার্থান্বেষীর পদানত !

শুধু মাত্র বাংলায় নয়

সারা ভারতে আজ বিভাজনের বিষ ছড়িয়েছে

ধর্মের অজুহাতে, মানুষে মানুষে

ভেদাভেদ মানুষকে অমানুষ করে তুলেছে !

মনুষ্যত্ব আজ বিকিয়ে যাচ্ছে

অর্থের প্রলোভনে

মিথ্যার বেসাতি আর

ক্ষমতার আস্ফালনে 

জর্জরিত আজ সাধারণ মানুষ !

তবুও মানুষের আজ রুখে দাঁড়ানোর

শক্তিটুকুও নেই

আজকের মানুষ বুঝি তার

মেরুদণ্ড হারিয়ে ফেলেছে কবেই ।

মেরুদণ্ডহীন মানুষগুলো আজ

 হামাগুড়ি দিচ্ছে

যদি কখনো মেরুদণ্ড খুঁজে পায় তারা,এই তাদের ইচ্ছে!

এখনো তারা খুঁজে চলেছে•••

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন