কবিতায় বর্তমান সময় —৬
ছোঁ
সমাজ বসু
চক্রাকারে নেমে আসছে চিল ও শকুনেরা,
ছোঁ মেরে নিয়ে যাবে---
আমাদের ভাঙাচোরা হৃদপিন্ড,
বহুদিনের পচাগলা পারস্পরিক বোঝাপড়া আর
রক্তপুঁজ মাখা ভালবাসা, বিশ্বাসের হাত পা
পিঠ কোমর ও জঙ্ঘা---
নিষ্প্রাণ পড়ে আছে ভাগাড়ে।
এই সময় আর কোন দৃশ্য নেই,
শুধু চক্রাকারে নেমে আসছে চিল ও শকুনের ছোঁ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন