মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

প্রতিদিন বিভাগে অণুগল্প —৯ ।। মা — পাপড়ি ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




প্রতিদিন বিভাগে 

অণুগল্প —৯




 মা 

পাপড়ি ভট্টাচার্য


সকাল হতে না হতেই রোজ বাবা ছেলেকে ফোন করে। ছেলে বাবার ফোন পেয়েই পড়াশোনাতে মনোযোগ দেয়।মা মরা ছেলে ছেলের ভালোর জন্য কলকাতার বাইরে পড়াশোনার জন্য রেখে দিয়ে আসে। কিন্তু বাবা মাঝে মাঝে বন্ধুদের পাল্লায় পড়ে ছেলেকে ফোন করতে ভুলে যায়। ছেলে মানসিক যন্ত্রণা ও কষ্ট পায়। তবু বাবাকে ও খুব ভালবাসে। নিজের কষ্ট চেপে রাখতে শিখে গেছে।তার নতুন মা আর বাবাকে আ্যকসেপ্ট করে নিয়েছে সে।সব ঠিকঠাক ই ছিল। কিন্তু এখন দিনরাতের সামান্যতম সময়ও ভালভাবে কথা পর্যন্ত বলেনা দুজনে। কারণ খুঁজে বেড়ায় রুদ্র। ডাক্তার হলে যা হয়,যখন তখন কল। মফস্বলে ক্যাম্প ডিউটি করে, ওটি করে পরিবারে সময় দিতে পারেন না ডক্টর সুমন সেন। ইনকাম বাড়ছে উত্তরোত্তর। দুহাতে খরচ করে পূবালী।
রুদ্রকে ভালবাসে কিন্তু  ভয়ঙ্কর   রাগ ওর স্বামীর উপর।অথচ হাই কোয়ালিটির চোদ্দ স্কোয়ার ফিটের নতুন ফ্ল্যাট পূবালীর তদারকিতে হয়েছে। সুন্দর গোছানো সংসার। রুদ্র  হোস্টেলে।
  উইন্টারের ছুটিতে রুদ্র বাড়িতে এসে একদিন অনেক রাতে হঠাৎ কান্নার শব্দ পেয়ে ঘুম চোখে উঠে দেখল নতুন মা কাঁদছে । কাছে যাবে কি যাবেনা ভাবছে সে,দেখল শোবার ঘরে বাবা অঘোরে ঘুমোচ্ছে। নতুন মা তাকে জড়িয়ে ধরে বলল -বল তোকে কখনো অবহেলা করেছি আমি? তবু ঐ মানুষটা আমায় বুঝলনা, একটুও বুঝলনা। তোকেও দূরে পাঠিয়ে দিল।
  -তুমি কি চাও নতুন মা।কেন কাঁদছ?
  -রুদ্র আমি তোর নতুন মা। কিন্তু মাতো নই। আমি , আমি তোর একটা ভাই বা বোন আনতে চাই। আমার তো অন্য কোন বাইরের জগৎ নেই।
  রুদ্র কিবা বলবে এটা বাবা মায়ের সিক্রেট। তবে এই প্রথম একটা সুন্দর মা - মা গন্ধ পেল।ভাবল মায়েরা বা মায়ের মতনরা বলে কিছু হয়না। তাঁরা মা। শুধুই মা,এই উপলব্ধি থেকে সে তার নতুন মাকে আবেগঘন স্বরে বলল -মা ,মাগো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন