বুধবার, ৩ মে, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছ —১২।। সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


উন্মুক্ত কবিতাগুচ্ছ —১২


সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা



সত্তা : এক

জীবনে বিভ্রমের কোনো শেষ নেই।
মায়াও অশেষ।
কে যে কখন কীভাবে জড়িয়ে ধরবে,
তা বোঝা বড়ই মুশকিল।
সে দুঃখ হোক কিংবা আমোদ,
বিরহ কিংবা আত্মদহন!


সত্তা : দুই

এই বোঝা, না বোঝার টানাপোড়েন
চলছে তো চলছেই।
খাঁচার দরজা খুলে দিলে 
পাখি ডানা মেলে উড়ে যায়।
আবার ফিরেও আসে কদাচিৎ।
সে কি কোনো দূরের ইশারা রেখে যায়!


সত্তা : তিন

আদতে এসব নিজের সঙ্গে নিজের কথোপকথন।
এতো অবজ্ঞা, অপমান, ব্যর্থতা
ছড়িয়ে রয়েছে চারপাশে
বিপন্নতা যেন অন্তহীন এক সমুদ্রসমান



সত্তা : চার

ঠিক জানি না, এই কি তবে সত্তার ভাব-বিভাব!
সেই ঘাটেই কি বাঁধা আছে
শেষ পারাণির নৌকোখানি?
জীবনের দাঁড়ে বসা ত্রিকালপাখিটি
কি সত্তার খোঁজ চায় অহর্নিশ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন