সোমবার, ২২ মে, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছে -৩০।। রাজেশকান্তি দাশ-এর — চারটি কবিতা।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।






উন্মুক্ত কবিতাগুচ্ছে -৩০



রাজেশকান্তি দাশ-এর চারটি কবিতা 




১.

 সবুজ প্রেম



ঘাসটুনি চোখের পলকে চলে যায়
ঘাসবনের দিকে

আমি জোনাকি ভেবে তার পিছে তাকাই
কিন্তু সে ঢুকে যায় তার কাঙ্ক্ষিত পুরুষের মধ্যে

যেখানে রয়েছে ভালোবাসার ঘাসবীজ
আর টুনার সবুজ প্রেমের ছায়া।




২.
সোনালি ডিম



আমি গাছ ফার্নিচার থেকে
একটি খাট কিনি;

রাতে এই চন্দনা খাটে শুই।

রাত ভোর হলেই ছাদ ফুঁড়ে
আকাশ থেকে খাটের ওপর পড়তে থাকে
একটি একটি করে সোনালি ডিম।


৩.
ডুমুর



ডুমুরের ভিতর হাসতে থাকে
ঠাসা ঠাসা নীল মাংস,

আমি আপন মনে ক্ষুধার্তের মতো
মাংসগুলি খেয়ে বমি করে দিই

নিঃশেষ হতে থাকে তার বিষ।


৪.
সাবান



সাবান,
পচা সাবান

শুধু প্যান্ট এবং শার্টটাই ধুয়
অন্তর্বাসে হাত দেয়নি

নিঃসঙ্গ অন্তর্বাস কাক হয়ে সাবান খেয়ে
আকাশে উড়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন