মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছ —২৪।। বিকাশ ভট্টাচার্য -এর চারটি কবিতা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




উন্মুক্ত কবিতাগুচ্ছ  —২৪



বিকাশ ভট্টাচার্য -এর  চারটি কবিতা 




 

কবিতা ১ : অনন্যোপায়
                                                
ব্যথায় তুমি বেঁচে আছো কথাতে নয়
কথারা হয় আক্ষরিক নাহয় ব্যঞ্জিত 
দেখতে তো পাই অবয়বে পাথর পুঞ্জীভূত 
জলের মতো তরল কিন্তু অসহনীয়

বুকের ভেতরে তোমার অনুভবের
খরোষ্ঠিলিপি অস্থির করে আমাকে
হাতড়ে বেড়াই এখান ওখান এবং ছায়ালোকে 
ক্লান্তি নামে ঘুমিয়ে পড়ি বিষাদে নির্জনে

সুখের কথা থাকুক হলুদ পাতার গায়েগায়ে
ব্যথায় আমি তোমাকে পাই অনন্যোপায় হয়ে




                      
কবিতা ২ : রৌদ্রদগ্ধ 


ঠা ঠা রোদের কামড় খেয়ে
দাঁড়িয়ে আছো
কার জন্যে চোখের কোলে
মেঘ জমাও
সে কি চেনে ? কতটুকু ?
বসন্তকাল
আছে কোথাও? দূরে কাছে 
শোকের ছায়ার মতো নামছে
সায়াহ্নকাল
মলয় বাতাস রৌদ্রদগ্ধ 
এবং উধাও 

মেঘ ছায়া জল নেই যেখানে
দাঁড়িয়ে কী লাভ
কার জন্যে চোখের কোলে
মেঘ জমাও 
             



কবিতা ৩ : দোষের তো নয় 

যেন মাটির নিচের অন্ধকারে মৌল জীবন 
যেন তপ্ত শ্বাসের সমাগমে উল্লসিত 
যেন কৃষ্ণচূড়ার সড়ক পথে ফুলকাটা কাজ 
শাড়ির ওপর তুলতে তুমি শিখেই গেছ

বুকের ভেতর স্বপ্ন বুনছে ঋতুমতী 
দোষের তো নয় রুদ্রপলাশ বোঝেই যদি
               



কবিতা ৪ : এর বেশি যেওনাকো

এতদূর চলে গেছো ! এর বেশি যেওনাকো
ওখানে হরিণরোদ্দুর কখনও পিছলে আসে না
ওখানে ভেড়ার পালের মতো নিরীহ মেঘের
 নির্জনতা নেই। হাতছানি আছে শুধু 
এর বেশি যেতে চেও না

এর পরে অতলান্ত আঁধারের দেশ 
অদৃশ্য আলোপথে যেতে হলে অপেক্ষা কোরো
নতুন এক জন্মপোশাকের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন