সোমবার, ১ মে, ২০২৩

উন্মুক্ত কবিতাগুচ্ছ-— ১০।। দীনের অনুভব — দুর্গাদাস মিদ্যা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





উন্মুক্ত কবিতাগুচ্ছ-— ১০



দীনের অনুভব

দুর্গাদাস মিদ্যা



                (১) 

    কিছু কিছু কথা বলা যায় 
    কিছু কথা থেকে যায় মনে
     মুখ দেখে যায় না চেনা
    কে কতটা শয়তান গোপনে, গোপনে। 


                   (২) 
    ভালোবেসে এঁকেছিলাম যে সব ছবি
    সে সব ভেঙে চুরমার
    না বলা কথাদের ভিড়ে 
    এই আজ  গোপন সমাচার। 

                (৩) 
     অগ্নিদহন এই মাসে
     যে মহামানব  বারে বারে ফিরে আসে
      তাঁর পায়ে রেখে প্রণাম
      এই কথা জানালাম তোমার সব কথা 
        সত্য নয়
       সময়ের ব্যবধানে মানুষ বদলে ফেলেছে
        মানুষের পরিচয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন