বাঙালির নববর্ষ —১০
নব বৈশাখ
অশোক রায়
যেমনটি কবি বেঁধেছিলেন সাবেকি বৈশাখ
সুর - কথা আর আনন্দমেলায়
তেমন করে শতাব্দী পরেও পারেনি
কেউ ওড়াতে নব্যতর বৈশাখ
পাখির চোখে এটা যেমন আর একটা দিন
আমার কাছে সে এক নবীন কলরব
নানাতরো আনন্দের পাতে মন ভনভন
সকাল থেকে রাত্তির
আমার আর কার কার ইন্টু বিন্টু খেলা
রিসোর্টের স্বপ্নিল হৃদয় বন্ধন
আমার আছে ভোগের কড়কড়ে রাজ্যপাট
মাঠেঘাটে ওই মানুষগুলোর কাছে
এ নেহাতই আর একটা পীড়নের দিন
মুঠোফোনে বাজে গান ছটফট করে মন
আহা নব-সুখে যেন একবারটি ভরে সবার প্রাঙ্গণ।।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন