বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

বাঙালির নববর্ষ —৭।। কথামেঘ — ফটিক চৌধুরী।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



বাঙালির নববর্ষ —৭


কথামেঘ

ফটিক চৌধুরী

কিছু কথামেঘ মনের আকাশে
                     ঘোরাফেরা করে
ইচ্ছেগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে
কথার পংক্তি-স্রোত বয়ে যায়
এইসব স্রোত সাগরে কি মেশে?

ধরো, একটি কালবৈশাখী এলো
সবকিছু লন্ডভন্ড করে দিয়ে গেলো
বায়ুর শূন্যতা পূরণের অছিলায়
                                  এত তছনছ!
আমাদের কথাতেও সংযম দরকার।

নতুন বছরকে স্বাগত জানাবে না?
কত কথা মেঘ হয়ে জমে আছে!
পাহাড়ের পাদদেশে নীল মেঘগুলো
                                     ঘুরে বেড়ায়
বৃষ্টি হয়ে ঝরে পড়ুক নতুন বছরে।

1 টি মন্তব্য: