উন্মুক্ত কবিতাগুচ্ছ —৭
স্মৃতি শেখর মিত্র -এর তিনটি কবিতা
নৌকা
জীবন একটি ছোট্ট
নৌকার মতো। কখনও
স্থির জলে শান্ত ও সমাহিত।
আবার দুর্নিবার খরবায়ূ
এসে নাড়া দিয়ে যায় সমস্ত
শরীরে...মনও তার ভেঙ্গে
টুকরো টুকরো হয়ে যায়।
মানুষ
কোন কোন মানুষ
প্রেমিকপ্রবর ।
আবার সেই মানুষই
কখনও কখনও ধূর্ত
শিয়াল হয়ে যায়।
পরিবারের খোয়াড় থেকে
তুলে নিয়ে যায় হাঁস মুরগি
পরিবার তা' জানতেও
পারে না।একই মানুষের
মধ্যে অনেক রূপ ও বাণী
শোনা যায়।
পিঁপড়ে
সারি সারি পিঁপড়েরা
একে অন্যের মুখে মুখ
ঠেকায়।একে অপরের
খবর শুধায়। এভাবেই
ওরা ভালবাসা ভাগ করে খায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন