বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত : শ্রদ্ধা ও স্মরণে।। গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —১০ ।। সন্দীপ দত্ত — স্মৃতি শেখর মিত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত : শ্রদ্ধা ও স্মরণে 


গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি —১০



সন্দীপ দত্ত 

স্মৃতি শেখর মিত্র 




নিজের সমস্ত হৃদয় জুড়েস্থান পায় লিটিল ম্যাগাজিনের উন্নয়নের কথা।সামান্য পারিশ্রমিকে সংসার চালানোর পর উদ্বৃত্তটুকু

ম্যাগাজিনের কাজে লাগানোর মতো কোটিতে একটি হয়তো মানুষ 
পাওয়া যায়। সন্দীপ দত্ত সারাজীবন তাঁর অমূল্য সময় লিটিল ম্যাগাজিনে লাগিয়েছেন কোন পুরস্কারের আশা
নিয়ে নয়। শুধুমাত্র ভালবাসা তাঁকে দিয়ে এ কাজ করিয়ে নিয়েছে।আজতাই তিনি সাহিত্য জগতের পুরোধা ব্যক্তিদের প্রশংসার পাত্র। তাঁর স্মরণ শক্তি অনেককে সাহায্য করেছে।
অনেকের সাহিত্যে গবেষণার কাজে মূল্যবান নথিপত্র দিয়ে সহায়তা শ্রদ্ধা করেছেন।তিনি জানতেন লিটিল ম্যাগাজিনের হাত
ধরেই অনেক বড় বড় সাহিত্যিক উঠে এসেছেন। তাই লিটিল ম্যাগাজিন যতদিন থাকবে ততদিন সন্দীপ দত্তও মানুষের
স্মরণে ও মননে বেঁচে থাকবেন। এই উদার মানুষটির আত্মার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন