
লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সদ্যপ্রয়াত সন্দীপ দত্ত : শ্রদ্ধা ও স্মরণে
গদ্য ও পদ্যে শ্রদ্ধাঞ্জলি - ৭
মহাশূন্য
হীরক বন্দ্যোপাধ্যায়
নির্জন ডাকবাংলো ছেড়ে তিনি বেরিয়ে যাচ্ছেন —
লিটল ম্যাগাজিনের রাজা
ক্ষুধা তৃষ্ণা রোদবৃষ্টি স্বপ্ন ভালবাসায়
কবি ও কবিতার সব লাবণ্য নিয়ে তিনি বেচেঁ ছিলেন
আলোকিত জীবন
উপুড় শরীর ঘিরে পাপ তাকে স্পর্শ করেনি কখনও
কে থাকে কেই বা থাকে
যেতে তো হবেই কোনও না কোনও দিন
তবু দাগ কেটে যাওয়া
শ্মশানে সব জল মিশে যায়
তবু প্রিয়ব্যাকুলতা শোকাশ্রু উদ্বেগ স্নেহ
একটি জন্মের দিকে যায়
যার অপর নাম সন্দীপ
ছোটো কাগজের অপূরণীয় শস্যদানা প্রকৃতি ...
অপূর্ব। সুন্দর শ্রদ্ধাঞ্জলি।
উত্তরমুছুন