মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

অণুগল্পে বসন্ত -২২ ।। রূপান্তর — দীপঙ্কর সরকার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অণুগল্পে বসন্ত -২২



রূপান্তর 

দীপঙ্কর সরকার 


এমাস রঙের মাস বাসন্তী রঙে রাঙা ফাগুয়া আকাশ । ছোটবেলা থেকেই রঙ খেলার খামতি নেই । বাড়ি যতই মফস্বল্পে হোক না কেন । গাছে গাছে পলাশ শিমুল ফুটলেই মনটা উড়ু উড়ু হয়ে যায় । আজও হয় কখন প্রিয় জনকে রঙে ভরিয়ে দেব , তারই প্রহর গুনতে থাকা । আজ আর সে বয়স নেই , শুধু চেয়ে দ্যাখা , স্মৃতিচারণ । বিস্মৃতির অতল গহবর থেকে টেনে আনা সেই সব রোমাঞ্চকর অনুভূতি । যতই না না করুক তাকে হাঁ করানোতেই তৃপ্তি । আজকাল এ উৎসব যেন অনেকটাই মেকি, প্রাণের টান নেই । অনেকটাই শরীরী শরীর ছুঁয়ে যাওয়াতেই আনন্দ যেন । দিন বদলের সঙ্গে সঙ্গে এরূপ অনুভূতিই কাম্য বুঝি !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন