অণুগল্পে বসন্ত -৩
তুলশীতলা
অমিত কাশ্যপ
ইউনিভার্সিটির পর সব কেমন হারিয়ে গেলাম। তমাল প্রথম সারির নেতা, বন্ধুত্ব এখনো আছে। পলসায়েন্সে একসঙ্গে। ইংরেজি, বাংলা, ইকোনমিক্সে একজন, দুজন বন্ধু ছিল। বাংলায় ছিল বনলতা, তার বন্ধু তুলশীতলা। আমরা বলতাম আড়ালে। বনলতা ভালো বন্ধু, তুলশীতলার সঙ্গে ক্যান্টিনে বা মধুদার চায়ের দোকানে কয়েকবার চা অফার করেছি, এড়িয়ে গেছে।
দিনহাটা চলে আসার পর সব ছিন্ন হয়েছে। সহকর্মীদের সঙ্গে দার্জিলিং। হঠাৎই। ম্যালে গার্মেন্সের দোকান থেকে ডাক, এই অনির্বাণ। এদিক ওদিক তাকিয়ে দেখি তুলশীতলা। ডাকছে। বুকের রক্ত ছলাৎ করে ওঠে। দাঁড়িয়ে পড়ি। সামনে এসে, তুলশীতলা, মনে পড়ছে? লজ্জায় পড়ি। এখন আর আসল নাম মনে করতে পারিনা। সুন্দরী ছিল, এখন আরও। পূর্ণিমার চাঁদ উঠেছে। দোল পূর্ণিমা। হোক পাহাড়, বসন্ত, বসন্তই। ফাগ উড়বে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন