অণুগল্পে বসন্ত -১৭
বর্ণমালার গল্প
তন্দ্রা ভট্টাচার্য্য
আজকাল চেনা মানুষগুলোকে যেন আর চিনতে পারিনা। কোথাও কোথাও সম্পর্কে নুন বেশি অথবা কোথাও চিনি। মধুরিমা ধর ওপাশের রাস্তায় আর আমি এপাশে আমাকে দেখে কেমন যেন বাংলার "স" এর মতো মুখটা করে চলে গেল। আমি বুঝতে পেরে "ণ" এর মতো ঋজু ভঙ্গিতে পার হয়ে হাঁফ ছাড়লাম। এ সম্পর্কে কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা, ছিলনা এখনো আছে নিপাট বন্ধুত্ব। জানিনা আজ কী হলো! বছর দুয়েক ধরেই সব মানুষের মধ্যেই কেমন একটা অদ্ভুত পরবর্তন লক্ষ্য করছি। সবাই এক একটি মেশিন যেন! এই রাস্তাটা কেমন প্রেম নগর হয়ে সেজে উঠেছে, পলাশ, শিমূল, অশোক আরো কত নাম না জানা ফুলে ফুলে আলো হয়ে আছে। আরে একটা ছোট্ট টুনটুনি কেমন চুপ করে বসে আছে। বসন্ত প্রেম কী ওকেও টাচ্ করে গেল! একা একা বসে পাখিটা আকাশ- পাতাল উদাস হয়ে ভেবে যাচ্ছে। দুর্দান্ত মিষ্টি দেখতে। ওরে বাবারে পড়ে গেলাম রে শিমূল ফুলে পা পিছ্লে.... হাতের মিষ্টির প্যাকেট, ফল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। না না ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনি না ধরলে খুব লাগত। আরে ম্যাডাম আপনার পা পিছলে গেল এদিকে আমার হৃদয় চরম আছাড় খেল যে, একেবারে কুপোকাত। উপায় বলুন, আপনার মন দিয়ে আহত মনটাকে তুলে ধরুন। সব লোক দেখল দুটি নারী পুরুষ হাসতে হাসতে মেঠো পথ ধরে এগিয়ে গেল। বাংলার সবকটা বর্ণমালা যেন একত্রে গেয়ে উঠল "আহা আজি এ বসন্তে......"।

শেষটা বেশ সুন্দর হয়েছে। ভালো লাগলো।
উত্তরমুছুনধন্যবাদ 🌷
মুছুন