বুধবার, ১৫ মার্চ, ২০২৩

অণুগল্পে বসন্ত -১৬ ।। বসন্তের ব্যালকনি — ফটিক চৌধুরী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অণুগল্পে বসন্ত -১৬



বসন্তের ব্যালকনি

ফটিক চৌধুরী

ধরো, অনেকগুলো দিন পেরিয়ে গেছে, পেরিয়ে গেছে অনেক বসন্ত। তুমি কি কারও জন্য অপেক্ষা করছো ? আজ তুমি বিপত্নীক। ব্যালকনিতে বসে আছো। ছেলেমেয়েরা দূরে। অতীত তোমায় ডাকছে। তুমি সাড়া দেবে না ? সেই কলেজ জীবন, সেই কৃষ্ণচূড়ার বেদি ? তুমি বুঝতে পারছ না, এটা স্বপ্ন না স্মৃতি রোমন্থন ? তুমি বিভ্রান্ত। বয়সের ভারে। তুমি একা। কোকিলের কুহুতান। এই বসন্তের ব্যালকনি তোমাকে পীড়া দেবেই।

কলেজ জীবন একদিন শেষ হয়। জীবিকার তাড়নায় কে কোথায় ছিটকে যায় ! কিন্তু সেই দিনগুলো ! সেই স্বপ্ন ! সকলের কি সত্যি হয়? তোমারও হয়নি। পরিপূর্ণ সাংসারিক জীবন ভোগ করার পর আজ বিপত্নীক তুমি কি ভাবছো ? ভাবনারা সবসময় লোকচক্ষুর আড়ালে। কেউ জানতে পারে না। তুমি ভাবছ তার কথা। কলেজবেলার দিন। কৃষ্ণচূড়ার দিন। আজ বসন্তের ব্যালকনি তোমায় স্মৃতিমেদুর করে তুলছে।

1 টি মন্তব্য: