বুধবার, ১ মার্চ, ২০২৩

অণুগল্পে বসন্ত -২।। বসন্ত এসে গেছে — অভিজিৎ মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অণুগল্পে বসন্ত -২


বসন্ত এসে গেছে

অভিজিৎ মুখোপাধ্যায়


        কলেজের গেটের সামনে হঠাৎ দেখা দু’জনার । চোখে চোখ পড়লেও ইচ্ছাকৃত এড়িয়ে যাওয়ার ভয়ঙ্কর চেষ্টায় অম্লাণ দ্বিধাগ্রস্ত । কতদিনের ঘনিষ্ঠ পরিচয় অথচ আজ মেঘের উর্দ্ধে শূন্যের মতো সব ফাঁকা । মনে পড়ছিল কবি নজরুল ইসলামের সেই উক্তি—‘থাকুক তোমার দখিন হাওয়া আমার থাকুক ঝড়, তোমার তরে তরুর ছায়া আমার তেপান্তর’ ।

         অম্লানের গভীর নিরবতার সুযোগে তিতির মন্তব্য করে – তোমার সাথে জরুরী একটা কথা ছিল ।

     -- কি এমন কথা আমার সঙ্গে ? অম্লানের উদাসীন প্রশ্ন ।

     -- যা বলবো বিশ্বাস করবে তো ? একটু থেমে বলে, আমি সেদিন তোমায় নিছক রাগাবার জন্যে ইচ্ছে করে অনিরুদ্ধের গাড়ি করে বাড়ি গিয়েছিলাম । আমার প্রতি তোমার নিবিড় ভালোবাসার ঘনত্বটা পরীক্ষা করার জন্যে । মনে মনে যা ভেবেছিলাম সেটাই ঘটেছে । আমার অনুমান সঠিক । 

         ফাল্গুনের হাত ধরেই যে বসন্তের আগমন অম্লান তা স্বীকার করে । কোকিল কুঁহূতানে গান গায় । তরু শাখে ফোটে নানা রঙের ফুল –পলাশ, শিমুল, বকুল, পারুল, শাল, মহুয়া আরো কতো কি ।

         অম্লানের অভিমান নিমেষে জল হয় যায় । তিতিরের চোখে চোখ রাখে নিঃসঙ্কোচে । 

                                                                                              

1 টি মন্তব্য: