আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -১০
দুঃখ দোল
রঞ্জন ভট্টাচার্য
যে ভাষার জন্যে মৃত্যু হয়েছে
শত শত তাজা প্রাণ
সে ভাষা আমার হৃদয়ের খাঁচা
মাতৃদুগ্ধ সমান ।
সে ভাষার অপমান !
মানুষ নয় সে পশুর সমান ।
মে ভাষা দিয়ে 'মা' কে ডাকে।
ভাসতে দেবনা তাকে
যে ভাষা আমার মধুর সমান
মাথায় তাকে রাখে ।
সে ভাষাতে লিখে যাই
মায়ের পরে সে ভাষার, আর
অন্য তুলনা নাই ।
রেখে যাওয়া গান নজরুল,আর
কবিতা গানে রবি
ভাষার জন্য নিবেদিত প্রাণ
পূজিত তাঁদের ছবি ।
স্মরণ করি প্রতি জনে জনে
শূন্য মায়ের কোল
তাদের জন্য হৃদয় কাঁদে
প্রানে দেয় দুঃখ দোল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন