আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৮
সেই দিনটা
গোবিন্দ মোদক
মাতৃভাষা নিয়ে লড়াই একুশে ফেব্রুয়ারি,
মাতৃভাষা বুকের আবেগ তা কি ভুলতে পারি!
ভাষা আন্দোলনের ইতিহাসে একুশে ফেব্রুয়ারি,
ভাষারক্ষার অঙ্গীকার -- এটা কি ভুলতে পারি?
বাহাত্তরের ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারির দিনে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই আর্টস ফাকাল্টি ভবনে;
রক্তে ভেসে গিয়েছিল সেদিন ঢাকার রাজপথ,
রক্তরাঙা রফিক-জব্বার-সালাম আর বরকত!
শাসক পক্ষের একশো চুয়াল্লিশ কার্ফু অগ্রাহ্য করে,
মাতৃভাষার জন্য এ ত্যাগ ইতিহাসের ভোরে!
মাতৃভাষা দিবসরূপে তা বিশ্ব-খ্যাতি পেলো,
নিরানব্বইতে 'ইউনেস্কো' তাকে স্বীকৃতি দিল।
পৃথিবীর সকল মানুষের জীবনে অঙ্গীকারের দিন,
ভোলা যাবে না মাতৃভাষার সেই অপরিসীম ঋণ!!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন