আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -৫
মাতৃভাষা
রবীন বসু
ভাষা তো জলের মতো বহতা নদী
বুকের আবেগ আর মুখের বুলি।
মায়ের স্নেহের স্পর্শ আকুল প্রাণ
উচ্চারিত ধ্বনি সব, নাড়ির টান।
আমার মুখের ভাষা বাংলা যে হয়
লিখি পড়ি গান গাই লজ্জা সে নয়।
গর্ব করি মাতৃভাষা, প্রণামে নত
তোমাকে তো ভালবাসি মায়ের মতো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন