আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২৪
রক্তে যখন অক্ষর তর্পণ
বিকাশ চন্দ
ছিন্নমস্তা শরীরে আর কত কান্নার কাল
বেসুরে ডেকেছে মহাসিন্ধুর এপার ওপার
অজস্র অক্ষর শব্দে এখনো প্রতিবন্ধী যন্ত্রণা
বহুরূপী শরীর জুড়ে আমরাই বেঁচে আছি
আমাদের কথা স্বরে বেজে ওঠে হাততালি
সকল শব্দে অক্ষরে জেগে ভাষা মুখ
অনন্ত শোকের ভেতর অব্যয় রক্তের ছোপ
এখনো নিজের টুঁটি চেপে ধরে অজস্র শব্দ চেতনা
চিরকাল ঋতুমতী দেখেছে শব্দের প্রসব কাল
জানে জারুল বকুল আমের মুকুল এরা সব
লেবুগন্ধী মূর্ছনায় কোন সুরে কাঁদে মাঝ রাত
আলোর বেপথু রেখায় তবুও হাঁটেন ভাষার ঈশ্বর ঈশ্বরী
কখন প্রাণের ভেতর ঢুকে পড়েছে নদী শব্দ ফুল পাখি
ফুটপাত জুড়ে কখন নান্দনিক শরীর হবে স্বয়ংসম্পূর্ণা
বুকে দেখে উড়ন্ত চরকি কলমের বুক চেরে লোহিত রমণ
এভাবেই প্রতিদিন উঠে আসে রক্তে যখন অক্ষর তর্পণ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন