বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২৮ ।। সূর্য পোড়ে বারো-মাস - বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২৮



সূর্য পোড়ে বারো-মাস 

বিকাশরঞ্জন হালদার

অনন্ত আকাশের তলায়, উজাড় করা ভালোবাসায়, গুলি আর গুলি!
ঝাঁজরা হয় সাদা-আবেগ 

রক্তে জ্বলে ওঠে পথ! পথই তো পথে ডেকে নেয়!
দিন তুলে রাখে মৃত্যুহীন এক'তোড়া ফুল! 
সালাম-বরকত-জব্বার ...
সেদিন শুধু বিধুর-মেদুর -মায়া!

মায়ের নিঝুম-বুকে বেঁচে থাকে তবুও'তো  
রাঙা-মুখগুলো! আহা!
অক্ষরে অক্ষরে জগত জুড়ায়! আ-মরি হয় বাংলা ভাষা!
সূর্য পোড়ে বারো-মাস ...

1 টি মন্তব্য: