আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা -২৫
ভাষা মা তোমার জন্য
শুভ্রাশ্রী মাইতি
তোমার জন্য যতবার পথ হাঁটি, ভাষা মা আমার
দেখি একুশের বারান্দা, উনিশের অলিগলি
রুদ্রপলাশে মোড়া কোমল, করুণ রোদ, বর্ণমালার
মন্দিরের চূড়ো ছুঁয়ে সোজা এসে পড়েছে
মজিদ মিঞার নামাজ আসনের মাঝখানটিতে
অক্ষরফুল ফুটছে সেখানে বারোমাস; শিম, পালংয়ের
স্নেহসংসার হাসিরাশি, ভাত ফুটিয়ে আজও ডেকে চলেছেন
সালাম, বরকত, রফিক আর কমলার মা অহর্নিশ
আমি কোরান উল্টে দেখিনি কোনদিনও; বেদ, উপনিষদ,
শ্রীমদ্ভাগবত গীতাও; শুধু বর্ণপরিচয় পড়েছি অফুরান
গর্ভজলের ভেতর দেখেছি তোমার খড়কুটো আশ্রয়মুখ আনন্দী
নাড়ির শেকড়বাকড়ে জড়ানো কাজললতা ভাইবোন, কবেকার
মা আমাকে শিখিয়েছে ঢেউ-স্রোত-নাব্যতা, নরম সম্পর্কনদীর
এক জানালা থেকে অন্য জানালায় বয়ে যাওয়া
লাউঘন্ট আর লাচ্চার অন্তহীন সহজ, গভীর পারাপার

আহা। খুব সুন্দর লিখেছেন কবি। অসাধারণ একটি কবিতা।
উত্তরমুছুন