আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ক কবিতা - ২
রক্ত ঋণ
রাজীব ঘাঁটী
একটা ভাষা লড়ছে লড়াই
একটা ভাষাই মধুর , সেই ভাষাটাই আমার ভাষা
আমার মাটি তাই।
একটা জাতি রক্ত ঝরায় , মাতৃভাষার জন্য
সেই জাতিটাই ভাষার জন্য বিশ্ববন্দিত।
একটা আকাশ আমার ভাষার
একটা আকাশ বিশ্বের , একটা লড়াই আমার
ভাইয়ের রক্তে রাঙা ,একটা ফেব্রুয়ারির
মাতৃভাষা মাতৃদুগ্ধ সব বাঙালি জানে
একুশ এলে তাই বাঙালি ভাইয়েদের
স্মরণ করে ।
একুশ আকাশ বাঙালির আর বাংলা ভাষার দিন
বিশ্ব জানে ভাষার লড়াই আর বাঙালির রক্ত ঋণ।

অসাধারণ
উত্তরমুছুন