শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩

প্রতিদিন বিভাগে... অঙ্কুরীশা-র পাতায় জানুয়ারি সংখ্যাতে প্রকাশিত... স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা।। আজকের কলমে— তৈমুর খান।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১



তৈমুর খান 

পড়ানোর চাকরি


 রোজ অন্ধকার সরিয়ে
 বসন্তের বাগান সাজাই
 কেউ কেউ ফুটে ওঠে
 কেউ কেউ নিষ্প্রভ মলিন

 যে ঘরের দরজা খুঁজি রোজ
 আসলে তা ঘর কিনা
 নিজেরই সন্দেহ হয়

 যে পৃথিবীতে সূর্য আনি রোজ
 আসলে তা সূর্য কিনা
 নিজেই জানি না

 তোমরা শুধু জানালা দিয়ে আকাশ দ্যাখো
 আর আকাশের নিচে খাটো ধুতি পরা
 শ্রীশ্রীরামকৃষ্ণদেব

সেখানেই জেগে আছে কিশোর বিবেকানন্দ
 বিস্ময় বালক!










🙏লেখা  আহ্বান🙏

এই বিভাগে  আপনার মৌলিক ও অপ্রকাশিত  শ্রেষ্ঠ লেখাটি আজই  পাঠিয়েদিন এই মেলে-
ankurishapatrika@gmail. com 

আপনার এই লেখাটি  অঙ্কুরীশা-র  পাতায় প্রকাশিত হবে সম্মানের সাথে। 


২টি মন্তব্য: