স্বামী বিবেকানন্দ বিষয়ক কবিতা -১১
গৈরিক
মলয় সরকার
ভোরের জানালা খুলতেই এক ঝাঁক
তীব্র আলোর রশ্মি এসে ঘরে ঢোকে,
গেরুয়া ঊজ্বল আলো,
ঘর ভরে যায়।
ঘরের কোণে কোণে
যেখানে যত অন্ধকার লুকিয়ে ছিল
পালাবার পথ খোঁজে-
উপরে তাকিয়ে দেখি,
আরও ঊজ্বল এক সাদা ধবধবে সূর্য,
আরও জ্যোতির্ময়,
যেন শুভ্র ধুতি পরা স্মিতহাস্য
ডানহাতে বরাভয়দাতা কোন ঊজ্বল পুরুষ-
চিনতে পারি মনে হয়-
কিন্তু বুঝি, ঠিক চেনা হয় নি।
তাকিয়ে থাকি দুই আলোর দিকেই
আবিষ্ট হয়ে,
মাথা নীচু হয়ে আসে-
মন,
ধীরে ধীরে অন্ধকার সরিয়ে
গৈরিক হওয়ার তীব্র আকাঙখায় জেগে ওঠে–

রামকৃষ্ণ ও বিবেক
উত্তরমুছুন