জীবনবোধের কবিতা -৩৬
চিহ্ন
রঞ্জন ভট্টাচার্য
মানবতার প্রতিটি রূপ গড়ে তোলে যারা
নীতিহীন মানুষ যারা
দু'ই মিলে চলে দ্বন্দ্ব আজীবন
তার'ই মাঝে মানবতার প্রকৃত রূপ ফুটে ওঠে
নাট্যশালায় বিশাল এই রঙ্গমঞ্চে
নাটকীয়তার পাশাপাশি মানবতার বাস্তব রূপ ফুটে ওঠে ,
ফুটে উঠে সূর্যমুখী কত না গোলাপ বকুল
আবার শিউলির মতো ঝরে যায় অবহেলায় অবলীলায়
হায় খোঁজ রাখে না তার
সবার অলক্ষে ঝরে যায় ঝড়ের আচমকা গতিতে মনুষ্য জীবনের এখানেই শেষ মানবতার...!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন