রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৯ ।। সেই দুরাশা নিয়ে বাঁচি - অশোক রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৯


সেই দুরাশা নিয়ে বাঁচি 

অশোক রায় 


তোমার কথা যখনই  মনে পড়ে
হৃদয়ের মাঝে আগুন বাতাস জন্ম নেয় 
অবরুদ্ধ প্রেরণা রাজশক্তির বিরোধ 
বর্বরতার বিরুদ্ধে নতুন দীপশিখা
কদম কদম তোমার সাথে পা মিলিয়ে
পঁচাত্তর বছর আগে চুরমার ব্রিটিশ দম্ভ
আন্দামানে স্বাধীনতার পতাকা উড়েছিল
ঘর ছেড়ে  তোমার ডাকে সর্বস্ব ত্যাগী
লক্ষ শহীদের রক্তে মা -মাটি পিচ্ছিল

সব আগুন নিভে গেছে স্ববিরোধ
অকর্মণ্য বলগাহীন লোভ লালসার শিকার
তুমি নেই জ্বলে ওঠার বারুদ নিষ্প্রভ
লুটতরাজ ভোগ বাসনার ঘন তমসায় 
নবদীক্ষা দিতে নতুন সুভাষ আবার উঠবে কবে....

                           ~ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন