শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩

নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৮।। তুমি সুভাষ — গোবিন্দ মোদক।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৮



তুমি সুভাষ 

গোবিন্দ মোদক 


ভারতের স্বাধীনতা সংগ্রামের সুবিশাল ইতিহাসে 

স্বর্ণাক্ষরে লেখা আছে সুভাষ তোমার নাম,

পরাধীন ভারতে উড়িষ্যার কটক শহরে তোমার জন্ম

চব্বিশ-পরগণার কোদালিয়ায় পিতৃপুরুষের ধাম।


পিতা জানকীনাথ বসু মাতা দেবী প্রভাবতী

ছাত্রাবস্থা থেকেই ছিলে তুমি মেধাবী অতি।

আই সি এস পরীক্ষায় পেলে তুমি চতুর্থ স্থান

চাকরি না করে দেশের কাজে হলে বলীয়ান।


জাতীয় কংগ্রেসের নেতা হলে ভারত গড়ার স্বপ্ন

কিভাবে দেশটা স্বাধীন হয় সেই ভাবনায় মগ্ন।

ইংরেজিটা ভয় পেয়ে তোমায় করলো নজরবন্দি

কাবুলি ছদ্মবেশে চলে গেলে ভাঙলে ওদের ফন্দি।


জার্মানি গেলে জাপান গেলে স্বপ্ন দেশ গড়ার

রাসবিহারী দিলেন তোমায় আজাদ হিন্দের ভার।

সুভাষ থেকে নেতাজি হলে অবিসংবাদী নেতা

দেশকে স্বাধীন করার কাজে হলে তুমি দৃঢ়চেতা।


জয় হিন্দের ডাক দিয়ে বললে — দিল্লি চলো!

ইংরেজদের সিংহাসন তখন করছে টলোমলো।

পরাধীন ভারতে স্বাধীন পতাকা ওড়ালে মণিপুরে

তোমার নেতৃত্বে ভারত জাগলো দেশপ্রেমের সুরে।


কিন্তু স্বপ্ন অধরা থেকে গেল এলো নাকো জয়

প্রতিকূল আবহাওয়ায় ফৌজের হলো পরাজয়।

তাইহোকু বিমান দুর্ঘটনায় নাকি তুমি নিরুদ্দেশ 

স্বপ্ন অধরা থেকে গেল স্বাধীন হলো না দেশ!


হে বীর তোমার আসন শূন্য আজও এসো পূর্ণ করো

তোমার দেশপ্রেমের মহান মন্ত্রে ভারতটাকে গড়ো॥


২টি মন্তব্য: