বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৬ ।। তোমার মত - সঞ্চালী রায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



নেতাজী সুভাষচন্দ্র বসু বিষয়ক কবিতা -৬


তোমার মত

 সঞ্চালী রায়


তোমার মত দেশনায়ক 
কজনই বা হতে পারে,
তোমার জন্য শ্রদ্ধায় 
আমার এ হৃদয় কাড়ে।

তোমার মত বুকে সাহস
কজনেরই বা আছে,
তুমি তো সেই বীর সন্তান
ভারত মায়ের কাছে।

তোমার মত দীপ্ত কণ্ঠে
সারা ভারত জাগে,
ভারত শ্রেষ্ঠে তোমার যে নাম
সব ভারতীয়র আগে।

মাতৃভূমিতে নামটি তোমার
এক্কেবারে নিখাদ,
সবাই মিলে বলি চলো
ইনকিলাব জিন্দাবাদ।

1 টি মন্তব্য: