বুধবার, ১৮ মে, ২০২২

শুধু কবিতায়...প্রকৃতি -ই সুর সংখ্যা -২০। । গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





প্রকৃতি -ই সুর সংখ্যা -২০

গোবিন্দ মোদক





দগ্ধদিনের শেষে 


দগ্ধদিনের শেষে। মেঘ ওই আসে ভেসে।
সজাগ গাছপালা। এবার ঝড়ের পালা। 
গুরু গুরু গুরু রব। মেঘেদের কলরব। 
দিনেতে অন্ধকার। পদধ্বনি শোন তার।

আসে বুঝি বর্ষা। প্রকৃতির ভরসা।
শন-শন-শন হাওয়া। মেঘেদের উড়ে যাওয়া। 
তাথৈ তাথৈ নাচে। বৃষ্টিটা আসে কাছে। 
বর্ষা শ্যামল-সবুজ। বেপরোয়া, অবুঝ।

প্রকৃতির ধারাস্নান। মন জুড়ে কতো গান। 
ভরো-ভরো নদী-নালা। জুড়ায় মাঠের জ্বালা। 
চাতকের জলপান। শেষ হয় অভিমান। 
নাচে বর্ষার মেঘ। জমানো সেই আবেগ। 

সুন্দরী বর্ষারাণী। হেসে ওঠে ধরাখানি। 
সবুজে সবুজে আলো। মুছে যায় সব কালো। 
চাষীদের মনে বল। সুশীতল ধরাতল। 
কবিতা লিখবে কবি। ফসলের জলছবি। 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন