রবিবার, ৩ এপ্রিল, ২০২২

শুধু কবিতায়... যুদ্ধ বিরোধী কবিতা -৫।। গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





যুদ্ধ বিরোধী কবিতা -৫

গোবিন্দ মোদক




চাই না এতোটুকুও যুদ্ধ 


একটা যুদ্ধ কখনও 

কোনও আরাম দিতে পারে না,

আঁকতে পারে না জীবনের জলছবি 

গাইতে পারে না জীবনের জয়গান 

উপহার দিতে পারে না নাচের ছন্দ, 

তবুও শব্দকোষের ‘আগ্রাসন‘ শব্দটি 

কখনও বা ভীষণাকার ধারণ করে 

আছড়ে পড়ে যুদ্ধক্ষেত্র জুড়ে … 

ভয়ঙ্কর কালো ধোঁয়া, বারুদের গন্ধ, 

একরাশ হতাশা, চামড়া পোড়া বিবমিষা,

ক্ষমতালোভীর লোলুপতা

ক্রমশ গ্রাস করে তপোভূমির প্রশান্তি। 

মনে রেখো —

যুদ্ধ কখনও কোনও লাভ দিতে পারে না, 

আর, প্রাণের বহ্নুৎসবে 

     কোনও পুরুষাকার থাকতে পারে না। 














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন