শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৫২।। জয়শ্রী সরকার।।

 





বসন্ত এসে গেছে -৫২

জয়শ্রী সরকার



বসন্তরাগ


বসন্তরাজ করছে যে রাজ নেই তো কোনো জুড়ি
এই ফাগুনে মন আগুনে একটু এসো পুড়ি।
কৃষ্ণচূড়া রঙ ছড়ালো উঠলো ফুটে আলো
শিমুল-পলাশ-অশোকবনও ভালোই তো জমকালো !

চতুর্দিকে রঙের আভাস হাজার রঙের মেলা
হাস্নুহানার হাসতে মানা খেলবে না সে খেলা।
কোকিল বধূর মধুর সুরে গানের কলি ভাসে
কাছে-দূরের মানুষ মাতে আনন্দ-উল্লাসে!

ভোরের বাউল প্রাণটা জুড়ায় মন-উদাসী গানে
আগুন আলোয় ভুবন ভাসে খুশির কলতানে।
বসন্ত আজ রঙ মেখেছে কৃষ্ণচূড়ার লালে
মনখুশিতে এই প্রকৃতি পড়লো প্রেমের জালে!

শিবরাত্রি আর নীলষষ্ঠী কল্যাণময়ী বধূ
 পবিত্যতায় পালন করে বক্ষে নিয়ে মধু।
দোলের দিনটা ভীষণ সুখের যেন রঙের মেলায়
বিভেদ ভুলে সবাই মাতে আবীর রঙে খেলায় !

মন-ফাগুনে মাতছে সবাই বসন্ত উৎসবে
এসো সবাই রঙ মাখি আজ হৃদয়ের বৈভবে।
বসন্ত আজ চতুর্দিকে ছড়িয়েছে তার রূপ 
রূপের আগুন নিভবে যখন থাকবে পড়ে তো ধূপ !










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন