বুধবার, ৩০ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৫৮।। মিতা নাগ ভট্টাচার্য।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৫৮

মিতা নাগ ভট্টাচার্য




১.

আয় রে বসন্ত


রক্ত পলাশনেশা লাগে
প্রথম প্রেম জাগে,
বিষন্ন প্রেম,মন বিভ্রান্ত

রোজনামচায় ব‌্যস্ত একঘেয়েমি চূড়ান্ত
সম্বল প্রভাতী বসন্ত
আবির এখন উড়ন্ত
মন ভাসে রঙে রঙে।

আয় রে বসন্ত।






২.
 বসন্ত বাতাসে

বসন্ত শান্তিনিকেতনী
কিশোরীর পলাশী বিনুনি
স্বচ্ছ দীঘিজল মন।
নির্মেদ প্রেম আগুন,
আকাশে মেঘ ফাগুন।
রোদলা বাতাসে
প্রেমগন্ধ ভাসে,
             দোল পূর্ণিমার চাঁদ
প্রিয় মুখের ছাঁচ।












অঙ্কুরীশা ই ম্যাগাজিনে প্রতিদিন বিভাগে  ১লা এপ্রিল থেকে যুদ্ধ বিরোধী কবিতা প্রকাশিত হবে। আপনিও এই বিভাগে আপনার মৌলিক ও অপ্রকাশিত  দুটো কবিতা পাঠান। 

ankurishapatrika@gmail.com



1 টি মন্তব্য: