বসন্ত এসে গেছে -১১
শাহীন রেজা
অযথা
অযথা বিরক্ত হই
অযথাই বুঝি ভুল নিকটের ফুল; দূরের নদীকে
আমিতো জেনেই গেছি পাষাণের খোলা চুলে কোন ভুলে নেচে যায় অগ্নির চুমু, কোন ভুলে নিয়তিরা বাধে বাসা বাতাসের ঠোঁটে
অযথা বিরক্ত হই
অযথাই খুনসুটি আঁধারের সাথে; অচিনের রাতে
অযথা প্রাচীর আঁকি অযথাই ঘুম
অযথা প্রহর খুঁজি প্রাচীনের চোখে।
বেশ ভালো
উত্তরমুছুন