রবিবার, ১৩ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -২৩।। অরিন্দম চট্টোপাধ্যায়,।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -২৩

অরিন্দম চট্টোপাধ্যায়



দূরত্ব ও বসন্ত ফুল


একটা মেঘের সাথে আরও একটা মেঘের

দূরত্ব হলে হৃদয় সমুদ্রভূমি হয়ে যায়

হৃদয় থেকে ঝরে যাওয়া বসন্ত ফুলগুলো

দৃশ্যহীন হয়ে গেলে পাহাড়ের মতো নিস্তব্ধ 

হয়ে যায় আমার প্রান্ত ভূমি,..

শব্দকথার সাথে আরও একটা 

শব্দকথার বিচ্ছেদ হলে

পাইন পাতার ভেতর নামে পাখির পালক

একটা দৃশ্যের সাথে আর একটা দৃশ্য

আড়াল হলে হাতের মুঠো থেকে 

উড়ে যায়  একটা নীল খাম...

আর যখন একটা জোৎস্না রাত হারিয়ে গিয়ে

হয়ে যায় ঘণ কৃষ্ণবর্ণ রাত তখন উপেক্ষা নদী এগিয়ে যায় লাল ধুলো বালির ভেতর...












1 টি মন্তব্য: