বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -১৬।। অমিত কাশ‍্যপ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 


বসন্ত এসে গেছে -১৬

অমিত কাশ‍্যপ



বসন্ত আলো

শীত ছুঁয়ে আছে এখনো সকাল জুড়ে 

পলাশ সেও রঙিন হয়ে ফুটে আছে প্রান্তর

তুমি মনভালো করে তাকিয়ে থাক দূর 

এক ঘোরলাগা অবস্থান সমীহ জাগায় 


হিম চলে যেতে যেটুকু সময়, তুমি অগোচরে 

দেখে নাও নরম রোদের শোভা অদ্ভুত 

বসন্ত ছড়িয়ে আছে প্রান্তিক শহরসীমা

শহরও এখন বসন্ত ঘ্রাণে জারিত ভীষণ 


আমি এক সুন্দর প্রভাত থেকে রাস্তা দেখি

রাস্তায় বসন্ত আলোয় ফাগ ওড়ে বিস্তর

আকাশে বাতাসে যেন ধ্বনিত হয় সুর

'ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে'








২টি মন্তব্য: