বুধবার, ২৩ মার্চ, ২০২২

শুধু কবিতায়... বসন্ত এসে গেছে -৪৭।। অমিত চক্রবর্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৪৭

অমিত চক্রবর্তী



 

১. 

লাইমলাইট

 

শীতের যুদ্ধ শেষ। ক্ষয়ক্ষতির পরিমাণ মাপছে সে।

ম্যাগ্নোলিয়া গাছটা এবার ফেরত আসেনি।

কিন্তু মার্চ এসে হাজির, ক্রোকাস এবং ড্যাফোডিল

তাদের প্রান্তিক শুঁড় তুলেছে, সীতাহরণ বা হেলেনের

কাহিনী শোনাচ্ছে তাকে।

                                    সে সুচারু প্রেমিক, একলা থাকার

সম্ভ্রম তার শরীরজুড়ে, মোলায়েম হয়ে সে নিজেকে

ছড়িয়ে দিয়েছে মানুষজনের শিল্পে। পাঁচমিশালি অভিজ্ঞতায়

সুধা অটুট থাকে, দীর্ঘ শীতের যুদ্ধে সে এড়িয়ে গেছে

ধ্বসেপড়া ফ্ল্যাটবাড়ি, ভাঙচুর, সিমেন্টকুচি,

দ্যাখো, দ্যাখো, আধপাগলা লোকটা কেমন

সুরকি বালি খুঁড়ে

তুলে নিয়ে আসছে চাপা পড়া বালিকাটিকে।






 

২. 

উদ্দামতরঙ্গ

 

নতুনের একটা জৌলুস আছে, বসন্তের অনিয়মিত আধার

এখানে শরীর সাজায়, ধরে রাখে জেল্লা,

তার সঙ্গে তরঙ্গিণী ধাক্কা।

 

সব কিছু পালটে ফেলব এইবার, ভাল মন্দ একসঙ্গে,

আগে পালটানো তারপরে বিচার ঠিক না ভুল,

আগে বাসনার সাধন, তারপর ক্ষমা প্রার্থনা, এইভাবে

একটা অশ্বমেধ যজ্ঞযাতনা শুরু হয়।

                                    সবকিছু জয় করি আগে,

পরে সামলে উঠে দেখিয়ে দেব প্ল্যান, এ কিন্তু

প্রতিশোধের চিন্তা, যদিও ভুল করে মনে হবে উৎসব,

মনে হবে বসন্তের মেধাবী পরিকল্পনা।    










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন