সোমবার, ২১ মার্চ, ২০২২

শুধু কবিতায়.... বসন্ত এসে গেছে -৪৩।। কেতকীপ্রসাদ রায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




বসন্ত এসে গেছে -৪৩

কেতকীপ্রসাদ রায় 



অন্ত:যোগ 


অতঃপর নির্বাণ হাতের স্পর্শে মেঘ ভেঙে নেমে আসে রৌদ্রছটা, 

ঠিক তখনি কালবেলা ছেড়ে দু'হাতে ধরে রাখি নির্যাস অনুভূতি ;

পরিতৃপ্তি বোধ করি মিলনান্ত উপন্যাসের সমাপ্তি পাঠ করে, 

পঞ্চইন্দ্রিয়ের প্রতিধ্বনিতে নিশ্চিত করি নবজন্মের স্বাক্ষর।


শক্ত করে ধরা আছে গিঁট বাঁধা দড়ির ওপারে বসন্ত কুঠির,

আহা...! 

অশোকের সাম্রাজ্য বিস্তারে বুদ্ধের বাণীর ভূমিকা অসীম ;

খণ্ড খণ্ড ভূখণ্ড জ্যামিতিক পরিমাপে জুড়ে যাচ্ছে মধ্যরাতের প্রাচীর ভেঙে,

এমনটাইতো কথা ছিল...ফিরে পাব রাজ্যপাঠ, অখন্ড রাজধানী আর বসন্ত সময়।












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন