বসন্ত এসে গেছে -২৬
জয়ন্ত চট্টোপাধ্যায়
বসন্তে -১
রংতুলিতে তুলেছো কোন পাতাঝরার খেলা
শীতের শেষে মনকেমনের বেড়ে গ্যাছে বেলা।
বদলেছে দিন বাতাস-দলের গন্ধ এবং তাপ
নিথর ছিল শীতের সবুজ এখন রিক্ত ছাপ।
পাখির ডাকে সুরের বদল হঠাৎ খুশির ছোঁয়া
শরীরে বেশ তাপের আভাস গায়ে গরম হাওয়া।
কোণের টানে ছিলো যারা শীতে জড়োসড়ো
তারাই এখন বাইরে ছোটে ছোটো এবং বড়ো।
বসন্ত সেই জেগে ওঠা আলস ভাঙা দিন
রিক্ত করে বনের সবুজ বাজে খুশির বীণ।
বসন্তে - ২
হাওয়ায় হঠাৎ বদল পুলকের মেঘ ডাকাডাকি
চমকবিজলি গায়ে নাছোঁয়া চুম্বক শিহরন
দগ্ধ শীতের তাপে হিসেবের প্লাস-মাইনাস
ভুল সহনীয়তা ছাড়িয়ে যায় প্রতিদিন,মুক্তি নেই
কঠিন গরাদ বুঝি ভেঙে দেয় খাঁচার স্বপ্ন-চতুষ্পদ
প্রার্থনা বিদ্বেষে হয়তো ভুল হয় আপ্তবাক্যখানি
আগত শীতের হাতে বাঁধা উদাসবসন্ত বৈরাগী
বাসন্তী আলখাল্লায় সাজে বেশ নবীন বাউল
একতারা দোতারার ঝংকারে ভেঙে যায় শীতঘুম
জাগে যৌবনের দুরন্ত ফুল সেজে ওঠে উপবন বনবীথি
অবিরাম পাতাঝরার গানে মন কি উদাস?
গভীর শ্বাসের বিষাদ ছড়িয়ে চলে যাচ্ছে পুরোনো সম্পদ
বর্ষজীবী সুখের বিষাদবর্জ্য উড়ে যায় জীর্ণ পাতায়
এবার সামনে তাকাও মরাগাছে লেগেছে রং
বাতাবি ফুলের গন্ধে বাঁধ ভাঙে বাতাসের বান
বসন্তপুলক মেখে দ্যাখো ওই সূর্য কতটা মধুর
উত্তুরি হাওয়া নখ আর দাঁত ছুঁড়ে ফেলে কেমন
দলবদলের রঙে বন্ধুতা মেখেছে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন