সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -২১।। দীপক বেরা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




অমর একুশে -২১

দীপক বেরা




 একুশ, -- একতা'র জিওনকাঠি




গঙ্গা পদ্মা তিস্তা মেঘনা ইছামতী'র কোলে
দুই পারের যত মানুষ, বাংলায় কথা বলে। 
কুল-কুল জলস্রোতে জীবনের ভাটিয়ালি সুর
এই মাটিতেই লালনগীতি, রামপ্রসাদের সুর।
এক মাটির সোঁদা গন্ধে আমাদের ঘর-গেরস্থালি
হরফে অক্ষরে বর্ণমালায়, সুখে-দুঃখে কথা বলি।
কালের হোক যতই পালাবদল, হোক ম্রিয়মান
ভাষা তো নদীর মতই স্রোতস্বিনী, চির বহমান
মাতৃভাষার অবগাহনে রেখে যাই একুশের মান।
রাষ্ট্র-রাজনীতি, ধর্মান্ধতায় খেলছে কাটাকুটি
একুশ-চেতনা'র ঐক্য, 'এক প্রাণ - এক জাতি'
আজন্ম নাড়ীর টান, --- একতা'র জিওনকাঠি! 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন