অমর একুশে-১১
রাজীব ঘাঁটী
একুশে ফেব্রুয়ারি
রক্ত দিয়ে এনেছি বাংলা ভাষার দিন
মাতৃভাষা মাতৃদুগ্ধ সঠিক সমীচিন।
এই ভাষাতেই গর্ব যত গর্ব বিশ্বময়
বিশ্বশ্রেষ্ঠ ভাষা ,বাংলার হল জয়।
ভাষার জন্য রক্ত,আমরা দিয়েছি প্রাণ
মাতৃভাষা রক্ষা করতে আত্মবলিদান।
গর্ব আমার রবীন্দ্রনাথ তারই গানে গানে
বাংলা আছে হৃদয়ে আর প্রানে প্রানে।
রক্ত দেব প্রয়োজনে ধরবো তরোবারি
বারবার ফিরুক এ বঙ্গে একুশে ফেব্রুয়ারি।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কবিতাটি ভাল লাগল।
উত্তরমুছুনখুব সুন্দর লিখেছেন কবি। অসামান্য সৃজন।
উত্তরমুছুন