রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়. …অমর একুশে -৩৭।। বিকাশরঞ্জন হালদার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।




অমর একুশে -৩৭

বিকাশরঞ্জন হালদার 


১.

গর্বিত বুক 


ঢেউ আসে ঢেউ যায় 
সম্মোহনে ভরে থাকে হৃদয়ের পথে হাঁটা ঘোর 
বর্ণে-বাক্যে ভরে উঠুক এপার ওপার ...

স্বপ্নে যাদের মৃত্যু ঘোরে ফেরে 
আবেগে বড় হয় গর্বিত বুক

                               বাংলার প্রাণ!

হে অনির্দিষ্ট ঘুম 
তুমি ভেঙে যাও 

কান্নার ভেতর দিয়ে বয়ে যাক কান্না
রক্তের ভেতর দিয়ে রক্ত! 

গহন ভালোবাসায় জেগে থাক                        
আমরি বাংলা ভাষা ...




২.
আশ্চর্য বিমোহ


সত্যের শরীরে মিশে যায় আশ্চর্য  বিমোহ!

ঝাঁজরা পাঁজরে প্রমিত  ভাষা-প্রেম 
ডেকে আনে জীবনের স্বারব্ধ অধ্যায়

খসে যায় কলরব
বরকত সালাম জব্বার!

                   রক্তিম হয় একুশে ফেব্রুয়ারি ...









                                            

1 টি মন্তব্য: