বীণাপানি বন্দনায় শ্রদ্ধার্ঘ্য
বিশ্বজিৎ রায়
বলো,মাগো
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে-
আমাদের লেখাপড়া কেন থেমে থাকে মাগো মূর্খের দ্বারে?
সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী---
শতবার এই মন্ত্রোচ্চারণের পরও বিদ্যায় কেন মাগো
মেধাবন্ধ থাকি?
চীন-জাপান চেনেনা তোমাকে, আমেরিকা-ইউরোপে পূজিত হওনা তুমি,
অথচ, সর্বক্ষেত্রে দেখি ওরাই অগ্রগামী----
ঘরে ঘরে পুজা করেও আমরা কেন হতে পারিনা এক নম্বর?
শিক্ষালয়গুলি বিশ্ব-তালিকায় স্থান পায় কেন পিছনের ঘর?
তোমার জন্য এতো পুজা-পাঠ, সবই কী তবে ভান, আড়ম্বর?
তা নাহলে এখনো কেন এতো কু-সংস্কার, অশিক্ষা, সামাজিক জ্বর?
"এস স্বচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি" না দিয়েও অন্যরা কতো এগিয়ে যাচ্ছে মা---
"বীনা রঞ্জিত পুস্তক হস্তে" তুমি কি এই অভাগাদের কাছে শুধুই পুতুল-প্রতিমা?
খুব সুন্দর কবিতাটি।
উত্তরমুছুন