ভালোবাসার কবিতা -৪
মনোজ ভৌমিক
ভালোবাসা
ভালোবাসা কাকে বলে?
ঘরের দেয়ালে টাঙানো ঐ ক্যালেন্ডারকে জিজ্ঞাসা করো,
যে তিথি,নক্ষত্র,দিন,মাস,বছর শেষ হলেই
নীরবে চলে যায় আস্তাকুঁড়ে!
ভালোবাসা কাকে বলে?
রাস্তার ধারে রাখা ঐ ডাস্টবিনকে জিজ্ঞাসা করো,
যে প্রতিদিন শত নোংরা আবর্জনা দেহের মধ্যে জমা রাখে...
অথচ প্রতিত্তোর থাকে না!!
ভালোবাসা কাকে বলে?
মাটির নীচের সুপেয় জলকে জিজ্ঞাসা করো,
যে সবার পিয়াস মেটাতে মেটাতে নিজকে নিঃশেষ করতে থাকে প্রতিনিয়ত।
ভালোবাসা কাকে বলে?
ওল্ড হেরিটেজের ঐ বৃদ্ধা মাকে জিজ্ঞাসা করো,
অন্ধ দেওয়াল হাতড়াতে হাতড়াতে যে বলছে,
"খোকা, তুই ভালো থাকিস। "
সত্যি কথা বলতে, ভালোবাসা হলো এক সুবিশাল সমুদ্র সমান।
যার বিশালতা বার বার উপভোগ করলেও আশ মেটে না!
ভালোবাসা হলো, রঙবাহারি পুষ্পের সুন্দর বাগান।
যে শুধু সৌরভ ও সুষমাই দান করতে জানে... নিতে জানে না!
ভ্রমরের ভালোবাসা তো কেবলই লালসা।
ভালোবাসা হলো, মন ছুঁয়ে যাওয়া অনুভূতি....
যার দর্শনের জন্য ব্যাকুল হতেন শ্রীরাধা প্রকৃতি!
সত্যি বলতে, ভালোবাসার সারকথা তো ওখানেই,
যেখানে অন্ধ চোখে আলো ফুটিয়ে তোলে।
মানবতার জাগরণ ঘটুক।
যুদ্ধ তো ধ্বংসের...
কিন্তু ভালোবাসা শান্তিকামী সৃষ্টির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন