সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... ভালোবাসার কবিতা -২।। বিশ্বেশ্বর রায় ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



ভালোবাসার কবিতা -২

বিশ্বেশ্বর রায়   


 

বুকের মধ্যে দুষ্টু পাখি  


আঙুলগুলোয় জড়িয়ে আছে অন্য আঙুল,

মুঠির মধ্যে ভরসা খোঁজে অন্য মুঠি,

উচ্চে তুলে আজ সারাদিন তুচ্ছ লাঙুল

যেথায় খুশি উধাও হয়ে কাটাই ছুটি।

হাতের মধ্যে হাত আছে তাই বন্ধু দু'জন,

দিতে পারি দিব্যি পাড়ি অনেক যোজন।

বুকের মধ্যে দুষ্টু পাখির মধুর কূজন,

এমন আকাশ ডিঙিয়ে যেতে পারে ক'জন!

শীতের হাওয়া মিলিয়ে গেছে, বসন্ত আজ

দুয়ার ধরে দিচ্ছে নাড়া, দাও না খুলে,

প্রকৃতি আজ ঘোমটা খুলে ভেঙেছে লাজ,

দুই অধরের হোক না মিলন মধুর ভুলে।

আঙুল ছোঁয়া মানেই জানি হৃদয় ছোঁয়া,

শিরায় শিরায় রক্তস্রোতের কলধ্বনি,

মনের মধ্যে বিশ্বাস আর ভরসা পাওয়া,

বিসর্জনের ঘন্টা তা নয়, আগমনী।

এই জাগরণ এই শিহরণ এ বিশ্বাসে 

আঙুলগুলো জড়িয়ে রবে টালমাটালেও,

কালের স্রোতে ছিন্ন হয়ে না যাই ভেসে

ঠোকাঠুকির ঠুনকো আঘাত কেউ ঘটালেও।

                             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন