রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

অঙ্কুরীশা-র পাতায় প্রকাশিত হল সুর সরস্বতী লতা মঙ্গেশকরকে কবিতায় শ্রদ্ধার্ঘ্য ।। নিবেদনে — বাবলু গিরি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।

 





সুর সরস্বতী লতা মঙ্গেশকরকে কবিতায় শ্রদ্ধার্ঘ্য 

বাবলু গিরি 


সুরসুন্দরী লতা মঙ্গেশকর

                         

                       

এ এক পরিক্রমা ছিলো সুরসাধনার।

অবতার ছিলেন সুরের।

ছড়িয়ে বিছিয়ে রেখে গেছে প্রাণের গান।

একেকটা গানের এক একেকটা ইতিহাস,

একেকটা স্বপ্ন ছড়ানো মধুরতা।

আহা এ রত্নকন্ঠ কেন চলে গেল?

এখন কি করি এই রত্নগর্ভাকন্ঠের?

শুধু কি হৃদয়ে বাজিয়ে যাবো ঐ মুগ্ধস্বর?

না কি প্রতিটি গান হবে সঙ্গীতের পরিক্রমা?


এ এক পরিক্রমা ছিলো শব্দের বাগানে,

মহাসঙ্গীতের।

এসো অবগাহন করি, সঙ্গীতসরোবরে।

ঐ যাচ্ছেন সুরসুন্দরী মহা পরিক্রমায়।

এসো তাঁর সুরে সুর মিলাই, গাহি জয়গান।

প্রণাম রত্নকন্ঠী, সুরসুন্দরী লতা মঙ্গেশকর।









1 টি মন্তব্য: